1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

আর্টস ফর পিপলস এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭-০৮-২০২৪ খ্রীঃ) লৌহজংয়ের মৌছামান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আর্টস ফর পিপলস” এর আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। মৌছামান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শিশুদের চিত্র আঁকায় উৎসাহিত করা এবং তাদের ভিতরের প্রতিভা বিকশিত করার জন্য এশিয়ান অঞ্চলের ফাউন্ডার চিত্রশিল্পী আসিফ উজ-জামান (বাংলাদেশ) এবং ইউরোপীয় অঞ্চলের ফাউন্ডার চিত্রশিল্পী আনা সিলভিয়া মালহাদো (পর্তুগাল) দু’জনে মিলে একটি আর্ট অর্গানাইজেশন গঠন করেন, যেটির নাম “Arts4people”  চিত্রশিল্পী আসিফ উজ জামান বাংলাদেশ ফাউন্ডার মেম্বার এবং চিত্রশিল্পী আনা সিলভিয়া মালহাদো পর্তুগিস ফাউন্ডার মেম্বার। অর্গানাইজেশনটির পথচলা শুরু হয় ২০১৯ সালে ।
এশীয় অঞ্চলের ফাউন্ডার ও বাংলাদেশ ফাউন্ডার মেম্বার চিত্রশিল্পী আসিফ উজ জামান বলেন, তাদের এই অর্গানাইজেশনের দুই ধরনের কার্যক্রম হয় একটির নাম Arts4people kids এবং Arts4people Crossing Continent.
Arts4people kids এর কার্যক্রম হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে স্কুলের বাচ্চাদের সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা এবং তাদের উপহার হিসেবে ফ্রি রং, পেন্সিল, কাগজ, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা। তাদের লক্ষ বাচ্চাদের শিল্প সাহিত্যের মাধ্যমে আনন্দ দেওয়া এবং তাদের প্রতিভা বিকশিত করা, তারা বিশ্বাস করেন বাচ্চারা যদি শিল্প সাহিত্যের ভিতরে থাকে তাহলে তারা ভবিষ্যতে বিপদগামী হবেনা, এই কার্যক্রমে তারা সবাই হয়তো শিল্পী হবেনা কিন্তু তাদের চিন্তা শক্তিকে বিকশিত করবে। তিনি আরও বলেন,  তাদের সংস্থাটি ইতিপূর্বে নেপাল, ইন্ডিয়া,৷ শ্রীলঙ্কা ও বাংলাদের সহ বিশ্বের অনেক স্কুলে এই কার্যক্রম পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় মৌছামান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়, আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা ইসলাম এবং “আর্টস ফর পিপলস” ঢাকা অঞ্চলের মেম্বার জোবায়ের হোসাইন, এছাড়াও আরও উপস্থিত ছিলেন,  মোহাম্মদ সুজন হোসাইন, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ আরোও অনেকেই।  Arts4people Crossing Continents এর কার্যক্রম, এই আয়োজনে বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিল্পীদের সাথে প্রদর্শনীতার মাধ্যমে একটা সম্পর্ক তৈরী করা হয়, পৃথিবীর বিভিন্ন সাম্প্রতিক ভাবনা কলা কৌশল আদান-প্রদান করা হয়।  এতে আমাদের শিল্প সাহিত্যের ভাবনার উন্নয়ন হয়। এই ধারাবাহিকতায় গত ১৩-০৮-২০২৪ তারিখ শ্রীলঙ্কাতেও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন।
উল্লেখ্য গতবছর লৌহজংয়ের উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৪ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park