মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেঁজগাও ইউনিয়নের মালির অংকে আশার সেতু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১শে মে শুক্রবার সকাল ১০ টায় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ সমাপ্ত হওয়া শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রতিটি সেশন তিন মাসের হয়ে থাকে। কম্পিউটারের সংখ্যা ৮ টি হওয়ায় প্রতিটি ব্যাচে ৮ জন করে মোট ৬৪ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারে। এখানে শিখানো হয় মাইক্রোসফট অফিস,ফুল ইমেইল,টাইপিং,প্রিন্টিং ও স্ক্যানিং সহ কম্পিউটার এর বেসিক।
২০১৮ সালে গড়ে তোলা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই পর্যন্ত প্রায় ১৬৮০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৫১২ জন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।
আশার সেতুর প্রতিষ্ঠাতা মো: মিনহাজ আহমেদ। বর্তমানে এর পরিচালনায় আছে মো:সাব্বির শেখ এবং আরো ৬ জন প্রশিক্ষক এর সার্বিক সহযোগিতায় আশার সেতু পরিচালিত হচ্ছে।
আশার সেতুর প্রতিষ্ঠাতা মো: মিনহাজ আহমেদ বলেন,দক্ষিন কোরিয়াতে কর্মরত থাকাকালীন সেখানে আমি বিনামূল্যে কম্পিউটার শিখেছিলাম এবং দেশে ফিরে বর্তমানে সেই শিক্ষার সুবাদে আমি চাকরী করে স্বাবলম্বী। আমি চাই আমাদের সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হোক, জীবন সচেতন হোক। সেই লক্ষে ২০১৮ সালের জুন মাসে সবার সহায়তায় আশার সেতু কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র শুরু করি। বর্তমানে আশার সেতুর মাধ্যমে বছরে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন নিচ্ছে । এছাড়াও আশার সেতু দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে দুধ বিতরণ, কিন্ডারগার্টেন পরিচালনা, নৈতিক শিক্ষা প্রদান, স্বাবলম্বীকরণ প্রকল্প, বৃক্ষরোপণ সহ সমাজের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম করে থাকি।
সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ভবিষ্যতে আশার সেতু আমাদের নতুন প্রজন্মকে ফ্রিল্যান্সিং এ দক্ষ করে তোলার জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি।
Leave a Reply