ময়মনসিংহের গফরগাঁও হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় শোভাযাত্রা বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সলিম উল্লাহ মোস্তফা, নাসির উদ্দিন মনি,নিজাম উদ্দিন।
Leave a Reply