ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনে ১১জন গুলিবিদ্ধসহ আহত ৩০
বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
প্রকাশের সময় :
রবিবার, ৪ আগস্ট, ২০২৪
৩৬
বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহে কোটাবিরোধী আন্দোলনকারীদের সাঙ্গে পুলিশের ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। কোটাবিরোধী আন্দোলনকারীরা মিছিল থেকে থানায় ইটপাটকেল নিক্ষেপ, পোষ্ট অফিস মোড়ের পুলিশ বক্স ভাংচুর, পোষ্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ, চুয়াডাঙ্গা বাসস্টান্ডে পুলিশ বক্স ভাংচুর অগ্নী সংযোগ, বঙ্গবন্ধুর ভাসকার্য ভাংচুর ও পৌরসভায় হামলা করতে যায়। সেসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাদানিগ্যাস ও শর্টগানের গুলি বর্ষণ করে। এক পর্যায়ে শহর রণক্ষেত্রে পরিনত হয়। এতে ১১জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোটাবিরোধী আন্দোলনকারীরা রাস্তায় রয়েছে। জেলা শহর থেকে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা শহরে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
Leave a Reply