ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব
জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
প্রকাশের সময় :
শনিবার, ২৫ মে, ২০২৪
১৩৮
বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৩-২৪ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। এতে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের। সেসময় টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় ও ঝিনাইদহ এইড ফাউন্ডেশনের ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর এ উৎসবে অংশগ্রহণ করেন।
Leave a Reply