বাঁশখালীতে সাগরে নিহত হানিফের পরিবারের পাশে দাড়িয়েছে মোজাম্বিক প্রবাসীরা।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিহত বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া এলাকার মোহাম্মদ হানিফের অসহায় পরিবারকে রবিবার (২৯ সেপ্টেম্বর) আর্থিক সহায়তা দেন মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের সংগঠন মোজাম্বিক আস্করিয়া মানবিক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা ওমর কাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, প্রচার সম্পাদক নুরুল কাদের, অর্থ সম্পাদক মো: শফিউল আলম, সদস্য শাহাব উদ্দিন, জাফর আহামদ, আবদুল করিম, মোঃ দেলোয়ার, আবদুর রহিম, মোহাম্মদ বাদশা, মো: রাসেল, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসাইন ও জিয়াউর রহমানের যৌথ উদ্যোগে ফাউন্ডেশনের পক্ষে ১ লক্ষ ১৬ হাজার ৫ শত টাকা সংগ্রহ করে তা নিহত মো. হানিফের স্ত্রীকে প্রদান করা হয়েছে।
নিহত হানিফের পরিবারকে এই অর্থ সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদ, মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ইউনুস, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা নুর মোহাম্মদ, নাছির উদ্দীন, মোহাম্মদ হারুন, নুরুন নবী, মোহাম্মদ আলমগীর, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ রাকিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহ সভাপতি নুরুল হক, মোশারফ হোসেন রকি, ইউনুস আজাদ, মো: সেলিম, নুরুল আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মোজাম্বিক আস্করিয়া মানবিক ফাউন্ডেশনের পক্ষে আগামীতেও সামাজিক যে কোন প্রয়োজনে আর্থিক সহযোগীতা প্রদান ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মোজাম্বিক আশকরিয়া মানবিক ফাউন্ডেশনের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা ওমর কাজী জানান, আমরা নিহত হানিফের দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে এই সহায়তা দিয়েছি। সবাই আমাদের আহবানে সাড়া দিয়ে অনুদান দিয়েছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন জানান, দেশ, জনগন তথা অসহায় পরিবারের পাশে দাড়াতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আগামীতেও আমরা দেশের প্রয়োজনে সব সময় অসহায়ের পাশে দাড়াব ইনশাআল্লাহ।
Leave a Reply