মুন্সীগঞ্জের লৌহজংয়ে বুয়েটের মেধাবী ছাত্র, ছাত্রলীগের নির্মম অত্যাচারে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলার সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সোমবার (০৭-১০-২০২৪ইং) দুপুর দেড়টায় সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শহীদ আবরার ফাহাদের মৃত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো রমজান হোসাইন খান রাইয়ান, সদস্য সচিব দেওয়ান জহির আমিন, আহ্বায়ক কমিটির সদস্য মো.শাকিল মল্লিক, মো.আব্দুর রহমান, হিমেল ঢালী, হৃদয় হাওলাদার, নাহিদ মাদবর,বিজয় হাওলাদার, ইউমান খান সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ
উল্লেখ্য, শহীদ আবরার ফাহাদ ভারতীয় আধিপত্য, আগ্রাসন ও বাংলাদেশের পতিত সাবেক সরকার ভারতের সাথে অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা নির্মম অত্যাচার ও নির্মমতার বলি হয়ে ৬ই অক্টোবর ২০১৯ দিবাগত রাতে নিহত হয়।
শহীদ আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ন্যায়ের প্রশ্নে সদা আপোষহীন। শহীদ আবরার ফাহাদ এখন সাহস আর বিদ্রোহের মূর্ত প্রতীক।
Leave a Reply