মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা আড়িয়লে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০০১ এর আয়োজনে সোমবার ২৭-০২-২০২৪) দিন ব্যপি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহফুজুর রহমান সুজনের সঞ্চালনায় খেলাটি উদ্ভোধন করেন টঙ্গিবাড়ি প্রেসক্লাব সভাপতি এড.জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক দুলাল হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন শিল্পপতি ও সমাজসেবক দেলোয়ার হোসেন শেখ।
দিকনির্দেশনা মূলক সহযোগিতা করেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আলমগীর কবির (একদিল) ও আলমগীর হালদার।
অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নান্টু মাদবর, দেওয়ান মাসুম, সাইদুর রহমান সুমন, স্বপন মাদবর, দেওয়ান মামুন, মিজানুর রহমান, পরশরুমি, শেখ শরীফ,রাজু, রাজিব, সবুজ বেপারী, সবুজ তালুকদার, অনিক শেখ, রমজান, মফিজুল, বিল্লাল, হাবিবুর, সাগর, জাবেদ, জাকির, জাকারিয়া, মুরাদ, রুবেল, সাগর মাদবর, শুভ গান্ধী, মিলটন, আতিক হালদার, বাপ্পি, সজিব হুমায়ুন, ইব্রাহীম, কবির, হাবিব, জসিম, নুরু, আসলাম, আঃ মান্নান, শামীম, শফিকুল শাহীন, শশী, সাইদুল, রবিন, রামু, প্রমুখ
১১২ রানের টার্গেটে জয়লাভ করে ডুলিহাটা এবং
রানার্স আপ হয় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০৪। বিজয়ী দলকে ৮০০০ টাকা ও রানার্স আপ দলকে ৫০০০ টাকা এবং অংশগ্রহন করা ৮টি টিম কে প্রাইজ মানি দেয়া হয়।
Leave a Reply