গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেচুরিয়া এলাকার মোঃ ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, রামদাশ মুন্সিরহাট পুলিশী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন বাগচির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলামকে গুনাগরী এলাকা থেকে আটক করে। সে বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী এবং একাধিক মামলার আসামি। বিগত আওয়ামী সরকারের সময়ে এলাকার বিভিন্ন নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সিরাজুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
Leave a Reply